Skip to main content

Google Play Store Apps: ৬ কোটিরও বেশি ডাউনলোড, তথ্য চুরির অভিযোগে প্লে-স্টোর থেকে সরানো হল ৩০০ অ্যাপ

 

Google Play Store: আইএএস ল্যাব জানিয়েছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলি ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি।


Apps Removed: গুগল প্লে স্টোর অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য সবথেকে বেশি ভরসাযোগ্য। এই স্টোর থেকেই প্রচুর সংখ্যক অ্যাপ পাওয়া যায় যা ব্যবহারকারীদের (Google Play Store) কাজকে অনেক বেশি সহজ করে তোলে। তবে এমন কিছু কিছু অ্যাপ প্রকাশ্যে এসেছে যেগুলিকে নিয়ে তথ্য চুরি অভিযোগ উঠেছে সম্প্রতি। ব্যবহারকারীদের থেকে তথ্য চুরি করছিল এই অ্যাপগুলি। আর এই কারণে গুগল প্লে স্টোর থেকে ৩০০টিরও বেশি অ্যাপ সরানো (Apps Removed) হয়েছে যেগুলি অ্যান্ড্রয়েড ১৩-র নিরাপত্তা বৈশিষ্ট্যগুলিকে বাইপাস করে ব্যবহারকারীর তথ্য চুরি করে চলছিল। এই অ্যাপগুলি মোট ৬ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গত বছর প্রকাশ পেয়েছে তথ্য

রিপোর্ট বলছে, আইএএস ল্যাব জানিয়েছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলি ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি। এই অ্যাপগুলি বিজ্ঞাপন দেখিয়ে লোকদের থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিত। ফিশিং হানার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করেছিল এই অ্যাপগুলি।

আসল অ্যাপের নাম ব্যবহার করা হত

এই অ্যাপগুলি ফোনে নিজেদের তথ্য লুকিয়ে রাখতে পারে, এমনকী এই অ্যাপগুলি নিজেদের নাম পালটে নিয়েছিল। ব্যবহারকারীর ইন্টার‍্যাকশন ছাড়াই চালু হয়েছিল এই অ্যাপগুলি। আর ব্যাকগ্রাউন্ডে চালু থাকত সবসময় এই ধরনের অ্যাপগুলি।

এর মধ্যে কিছু ফুলস্ক্রিন বিজ্ঞাপন দেখায়, অ্যান্ড্রয়েড ব্যাক বাটন বা জেসচার নিষ্ক্রিয় করতে পারে। ট্র্যাকিং অ্যাপ, হেলথ অ্যাপ, ওয়ালপেপার, কিউআর কোড স্ক্যানারের মত ইউটিলিটি অ্যাপের সঙ্গে এগুলি জুড়ে থাকে। এগুলি ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের ডেভেলপারসরা অ্যাপে জুড়ে দিতেন অতিরিক্ত ফাংশনালিটি, রিপোর্ট পাওয়ার পরে পরেই এই সব অ্যাপগুলি গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।  

কয়েকদিন আগেই ম্যাকাফি মোবাইল রিসার্চ এই ১৫টি ভুয়ো অ্যাপ চিহ্নিত করেছে। এর মাধ্যমে অনেক কম সুদের হারে বড় অঙ্কের লোন পাইয়ে দেওয়ার লোভ দেখানো হত মানুষকে। প্রথম দেখায়, এই সমস্ত অ্যাপগুলিকে বৈধ বা বিশ্বাসযোগ্য বলেই মনে হবে, কিন্তু এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করলেই আপনার গোপনীয় তথ্য সংগ্রহ করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লুট করে নিতে পারে। মানুষ যদি একবার ডাউনলোড করে এই অ্যাপ তাহলে তাঁর ফোন থেকে এসএমএস, কল লগ, কন্ট্যাক্ট লিস্ট নিয়ে নেয় প্রতারকরা। কল রেকর্ডিং, ক্যামেরা, মাইক্রোফোনের পারমিশনও নিয়ে নেয় এই অ্যাপগুলি।

Comments

Popular posts from this blog

বউমার সঙ্গে পরকীয়ায় মজে শ্বশুর, রেগে বাবার গলার নলি কাটল ছেলে!

  বেদপাল আরও দাবি করেছেন যে, তাঁর বাবার সঙ্গে তাঁর বউয়ের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল নয়া দিল্লি : পারিবারিক কলহ, পরকীয়ার এক মর্মান্তিক পরিণতি। উত্তর প্রদেশের বাগপতে নিজের বাবাকেই ধারালো অস্ত্রে খুন করল ছেলে। শুধু তাই নয়, খুন করা মৃতদেহ কাছের জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছে। এমনটাই রবিবার জানিয়েছে পুলিশ। অফিসারদের মতে, অভিযুক্ত বেদপাল পারিবারিক কলহের জেরে তার বাবা ঈশ্বরকে বেলচা দিয়ে গলা কেটে খুন করে। জিজ্ঞাসাবাদের সময় সে অভিযোগ করে যে ঈশ্বরের তার পুত্রবধূর (বেদপালের স্ত্রী) সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, যার ফলে সে এই খুন করেছে।  বেদপাল আরও দাবি করেছেন যে, তাঁর বাবার সঙ্গে তাঁর বউয়ের অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। তার বাবা পেশায় একজন শ্রমিক ছিলেন। দেখা যায় যে তার সমস্ত উপার্জন তার স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। ব্যাঙ্ক ঋণের কিস্তি পরিশোধের জন্য আর্থিক সহায়তা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য, তিনি প্রথমে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এনপি সিং বলেন, "বাসুদ গ্রামের বাসিন্দা ঈশ্বর শ্রমিক হি...

US teacher Wrong Deeds: "এটা হতে দাও..." সিনেমার মুখোশ পরিয়ে কিশোর পড়ুয়াদের সঙ্গে 'গ্রুপ সেক্স' শিক্ষিকার! এমনকি যৌনাঙ্গের ছবিও...

  কিশোর পড়ুয়াদের টিচারের কুকর্ম! কিশোর পড়ুয়াদের সঙ্গে গ্রুপ সেক্স! এমনই তাজ্জব করা কুকর্ম এক প্রাক্তন শিক্ষিকার। নিজের বাচ্চাদের ঘুম পাড়িয়ে তারপর কিশোর পড়ুয়াদের সঙ্গে যৌনসঙ্গমে মিলিত হতেন ওই শিক্ষিকা।  আদালতে চাঞ্চল্যকর দাবি আইনজীবীর। ঘটনাটি ঘটেছে মার্কিন মুলুকের ইন্ডিয়ানায়। ব্রিটানি ফোর্টিনবেরি নামে ওই শিক্ষিকা মর্গান কাউন্টিতে শিক্ষকতা করতেন।  অভিযোগ, ৩১ বছর বয়সী ব্রিটানি ফোর্টিনবেরি ১৩-১৫ বছরের কিশোর পড়ুয়াদের প্রথমে নিজের বাড়িতে ডেকে পাঠাতেন। তারপর নিজের বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে, পড়ুয়াদের সঙ্গে যৌনতায় মাততেন। তাদের মাদক খাইয়ে তাদের সঙ্গে যৌনতায় লিপ্ত হতেন।  বাধা দিলে জোর করতেন। বলতেন, "এটা হতে দাও।" সিনেমার মুখোশ পরিয়ে গ্রুপ সেক্স করেন। বিভিন্ন সময় পড়ুয়াদের নিজের নগ্ন ছবি-ভিডিয়ো পাঠাতেন। এমনকি কিশোর পড়ুয়াদেরকে নিজেদের যৌনাঙ্গের ছবি তুলে পাঠানোর জন্য ১০০ থেকে ৮০০ ডলার দিতেন। এখানেই শেষ নয়, এসব কুকীর্তির কথা কাউকে জানালে আত্মহননের হুমকিও দেন ব্রিটানি। তাঁর এই কুকীর্তি সামনে আসার পরই স্কুলের চাকরিটি যায়। সেইসঙ্গে শিশু যৌন নির্যাতনের দায়ে তাঁকে গ্রেফতার করে...

থরহরি কাঁপছে পাকিস্তান, বন্দুক দেগে একের পর এক খুনের হোলি

  Gunman In Pakistan: থরহরি কাঁপছে পাকিস্তান, বন্দুক দেগে একের পর এক খুনের হোলি, অচেনা গানম্যানের হাতে খুন জামাত ই উলেমার মৌলভী পাকিস্তানে হত্যাকাণ্ডের ধারা থামার নাম নিচ্ছে না। অজ্ঞাত হামলাকারীরা যখন এবং যেখানে ইচ্ছা হামলা করে তাদের টার্গেটকে জাস্ট খতম করে দিচ্ছে। আবারও এমনই একটি ঘটনা সামনে এসেছে। পাকিস্তানে ভারতের আরও এক শত্রুকে অজ্ঞাত বন্দুকধারীরা হত্যা করেছে। নিহত কট্টরপন্থীর পরিচয় জামাত-এ-উলেমা-ইসলাম-র ক্বারি শেহজাদ। করাচির খাইরাবাদে অবস্থিত ইউসি-৪ এর সঙ্গে যুক্ত জামাত-এ-উলেমা ইসলাম (জেইউআই-এফ) এর এক সদস্যকে সোমবার সকালে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা হত্যা করেছে। হামলার সময় তিনি সকালে নামাজের জন্য যাচ্ছিলেন, তখনই অজ্ঞাত হামলাকারীরা আক্রমণ করে। Photo Collected  জেইউআই-এফ এর স্থানীয় নেতৃত্ব তাঁকে জামাত-এ-উলেমা ইসলামের উপ-সভাপতি ক্বারি শেহজাদ হিসেবে চিহ্নিত করেছে। জেইউআই-এফ এর বিরুদ্ধে টার্গেটেড কিলিং অব্যাহত রয়েছে এবং বেশিরভাগ হামলার দায়িত্ব ইসলামিক স্টেট অফ খোরাসান নিয়েছে। পাকিস্তানের রাজনৈতিক সংগঠন জামিয়ত উলেমা ইসলাম (এফ) এর প্রধানের পাকিস্তানি ফৌজের বিরুদ্ধে বক্তব্যে...